ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
সাপাহারে স্বাস্থ্যবিধি প্রতিপালন জোড়দার করতে ২টি মোবাইল কোর্ট পরিচালনা
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহারে করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার উপজেলা সদরের জিরো পয়েন্ট, ওয়ালটন মোড়, ইউনিয়ন পরিষদ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।

মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করার অপরাধে মোট ১৭ টি মামলায় ১৭ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকের মোট ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

এসময় পথচারী, ব্যাবসায়ী, ভ্যান চালকসহ স্থানীয়দের মাঝে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। বিডিক্লিন সাপাহার শাখার সদস্যরা মাস্ক বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

x