ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে ২০২১-২২ অর্থ বছরের চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে
মাসুদ আলম চয়ন

আজ ২৩ জুন বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডের খান টাওয়ারের দ্বিতীয় তলার নিলাম কেন্দ্রে এ নিলাম অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল টি বোকার্স, রূপশী বাংলা টি বোকার্স এবং জালালাবাদ টি বোকার্স এই তিনটি প্রতিষ্ঠানে ২০ বি চা বাগানের ৩৪৮ লটের মাধ্যমে মোট ১লক্ষ ৪৩ হাজার কেজি চা নিলামে তোলা হয়।

বরাবরের মতো এবারও শ্রীমঙ্গল টি বোকার্স এর মাধ্যমে নিলামে নতুন জাতের কিছু চা তোলা হয়েছে। নতুন জাতের চায়ের মধ্যে রয়েছে দেশী প্রতিষ্ঠান বড়লেখা উপজেলায় অবস্থিত স্কয়ার গ্রুপের শাবাজপুর টি এস্টেট এর উৎপাদিত লেমন গ্রিন টি, হানি গ্রিন টি, আর্ল গ্রিন টি ও মার্চচা গ্রিন টি।

জানা যায়, নতুন উৎপাদিত হানি গ্রিন টি প্রতিকেজির মুল্য ৫ হাজার এবং লেমন গ্রিন টি এর মুল্য ২ হাজার ৫শত টাকা। শ্রীমঙ্গল টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শিক্ষক জহর তরপদার তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published.

x