নেছারাবাদের ভরতকাঠি গ্রামে পারিবারিক কলহের কারনে রহিমা বেগম (২১) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘরের আঁড়ার সাথে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।
রহিমা ওই গ্রামের দিন ইসলামের স্ত্রী। ঘটনার সময় নিহতের স্বামী দিন ইসলাম সিলেটে বালুর জাহাজে কর্মরত ছিলেন। পুলিশ রহিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন।
ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, ঘটনার বিষয়ে অপমৃত্যু মামলা রজু করে লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে