ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
নেছারাবাদে মাদক ব্যবসায়ী “সম্রাট” গ্রেফতার
নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ সম্রাট (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নেছারাবাদ থানার এস আই আল মামুন, এ এস আই শরিফুলসহ সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় সম্রাটের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে আসামীকে সোমবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। সম্রাট সোহাগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. হারুন তালুকদারের ছেলে।

x