মুন্সীগঞ্জের শ্রীনগরে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন কার্য্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনের বিভিন্ন ধারায় ৭জনকে ৫ হাজার ৫ শত টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(২২ জুন) সকালের দিকে উপজেলার সদরের বিভিন্ন মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এসময় আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন কার্য্যকর করতে বিধি নিষেধ অমান্য করায় ৭ টি মামলার মাধ্যমে ৫ হাজার ৫ শত টাকা আর্থিক জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা ও থানা অফিসার ফোর্সসহ আনসার সদস্য প্রমুখ।