ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, শনাক্ত লক্ষাধিক
Reporter Name

একদিনে এক লাখেরও বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে ভারতে। এটিই একদিনে দেশটির ইতিহাসের সর্বোচ্চ সংক্রমণ। ভারত সরকারের ঘোষণা অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘন্টায় দেশটিত ১ লাখ ৩ হাজার ৫৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে সেখানে মোট শনাক্তের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লাখে। সংক্রমণের সংখ্যায় ভারত বিশ্বে তৃতীয় অবস্থানে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় ভারত বিশ্বে চতুর্থ। দেশটিতে এই মহামারিতে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৬৫ হাজার জন।

ভারতের সবথেকে বেশি করোনা দুর্গত রাজ্য মহারাষ্ট্র। মহামারি শুরুর পর রাজ্যটিতে ৩০ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। রোববার রাজ্যটিতে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ শনাক্ত হয়। এদিন নতুন করে শনাক্ত হয় ৫৭ হাজার রোগী। মুম্বাইয়েও দৈনিক সর্বোচ্চ শনাক্ত হয়েছে রোববার। এদিন ১১ হাজার নতুন শনাক্তের মধ্য দিয়ে মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ৪৪৫ জনে।

Leave a Reply

Your email address will not be published.