ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
চাটখিলে ওয়ারেন্ট ভুক্ত একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার
মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিলে ১২ মামলার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ফজলুর রহমান মধু (৩৬) কে  গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।

রোববার (২০ জুন) দিনগত রাত ০২:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াখলা  ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফজলুর রহমান মধু (৩৬) চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাব মিয়ার ছেলে।

থানা সুত্রে জানা যায়, ফজলুর রহমান মধুর (৩৬) বিরুদ্ধে ৪ টি হত্যা ও ৪ টি মাদক মামলা সহ মোট ১২ টি মামলা রয়েছে। সে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। চাটখিল থানার উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ।

তিনি বলেন, গ্রেফতারকৃত ফজলুর রহমান মধুর(৩৬) বিরুদ্ধে ৪ টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামি। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

x