ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
ছিন্নমূল মানুষেরা পেলেন “স্বপ্নের বাড়ি”
এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার (০৫) ইউনিয়নের  দ্বিতীয় পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে গতকাল ২০ জুন রবিবার সকাল ১১ ঘটিকা হতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

গৃহহীন এবং ভূমিহীন ছিন্নমূল মানুষের মাঝে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন যুক্ত হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

রবিবার সকাল থেকে  উখিয়া  উপজেলা রত্নাপালং ইউনিয়স্থ পালং আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে এ গৃহ প্রদান উদ্বোধনী অনুষ্ঠান হয়।

এতে উখিয়া উপজেলার (০৫) ইউনিয়নের মধ্যে রাজাপালং ইউনিয়ন (৩৭)জন, জালিয়াপালং ইউনিয়ন (১৯)জন, পালংখালী ইউনিয়ন (২৩)জন, রত্নাপালং ইউনিয়ন (১২)জন, হলদিয়াপালং ১৯জন, সর্বমোট ১১০ জনকে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  মাননীয় উপ-সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কক্সবাজার  উপ-পরিচালক শ্রাবস্তী রায়, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া থানা অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোর্শেদ, ০৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী,

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x