কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে দ্বিতীয় দফায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অনুমোদিত ৯৯টি ঘরের মধ্যে ৩০ জন সুবিধাভোগিকে জমির দলিলপত্র ও ঘর হস্তান্তর করা হয়েছে। বাকি ঘর গুলির নির্মাণ কাজ চলমান রয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে সারা দেশের ন্যায় রৌমারী উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগিরা।
ভিডিও কনফারেন্স শেষে উপকার ভোগিদের মাঝে জমির দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। বিতরণ শেষে উক্ত ঘর গুলি সঠিক ভাবে রক্ষনাবেক্ষন করার জন্য পরামর্শ দেন উপজেলা নি