ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
করোনাভাইরাস: ভারতে একদিনে ১ লাখের বেশি আক্রান্ত শনাক্ত
Reporter Name

প্রতিবেশি দেশ ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। প্রথমবারের মতো সেখানে একদিনে সংক্রমণের সংখ্যা এত বেশি হলো। এই সময়ে সেখানে প্রাণ হারিয়েছেন ৪৭৭ জন। ভারতে এ পর্ন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত ১ কোটি ২৫ লাখের বেশি আর প্রাণ গেছে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের।

করোনাভাইরাস পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩১ হাজার ৩৫৯ জন আর প্রাণ হারিয়েছে ১ হাজার ২৩৩ জন। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ২৯ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ৩১ হাজারের বেশি।

তবে মোট আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। একদিনে ৩৬ হাজার ৯৮৩ জন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত ৩ কোটি ১৪ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আর একদিনে ২৭০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপিন্সে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বর্তমানে সারাবিশ্বে ১৩ কোটি ১৯ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ২৮ লাখ ৬৮ হাজারের বেশি। নিউজ সোর্সঃ ভারতে একদিনে ১ লাখের বেশি আক্রান্ত শনাক্ত

Leave a Reply

Your email address will not be published.