ঢাকা, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
শিল্প এলাকা বটতলী-ইসলামপুর বাজার সড়কের বেহাল দশা : সংস্কার দাবী
এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

কক্সবাজার সদরের শিল্প এলাকা ইসলামপুর ইউনিয়নের সড়ক বেহাল অবস্থায় রয়েছে। বটতলী স্টেশন থেকে ইসলামপুর বাজার পর্যন্ত সড়কটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তে থাকা পানিতে ছোটবড় যানবাহন উল্টে প্রায় ঘটছে দুর্ঘটনা।

ইসলামপুর আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম জানান, বটতলী স্টেশন থেকে ইসলামপুর বাজার পর্যন্ত রাস্তার অবস্থা একে বারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দকেই চেয়ে গেছে।

ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক ছৈয়দ মোহাম্মদ তানিম জানান, সড়কটি ২/১ বছর ধরে মরণ দশায় পরিণত হয়ে পড়েছে। নানা পয়েন্টে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে চালক-যাত্রীরা।

দ্রুত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে জন ও যান চলাচলে সূর্বণ সুযোগ সৃষ্টি করা হউক।

মিন্টুসহ স্থানীয়রা জানান, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। তাছাড়া শিল্প নগরী হিসেবে প্রতিদিন লবণ বোঝাই ট্রাক প্রবেশ করে। সড়কটি খানাখন্দকে ভরপুর হওয়া চালকরা এ সড়কে প্রবেশ করছে বহু কষ্টের বিনিময়ে।

চালকরা জানান, সড়কটি বর্তমানে অকেজো বললেই চলে। বৃষ্টির পানি জমে থাকলে বুঝা যায়না কোথায় গর্ত আর কোথায় সমতল। সংকুচিত হওয়ায় অন্য পাশ দিয়েও যাওয়া যায়না। যেকোন মুর্হুতেই দুর্ঘটনার আশংকা প্রকাশ তারা। চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের। এহেন অবস্থা চলতে থাকলে দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গুত্ব বরণ করতে

পারে। গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে চলা চলের সু-ব্যবস্থার দাবী।

ইউপি সদস্য ইদ্রিস রানা জানান, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে শিল্পনগরীর প্রধান সড়কটি করুন দশায় পরিণত হয়েছে। গর্ভবর্তী মহিলা কে এসড়ক দিয়ে নেওয়া সম্ভব হবেনা। লোক জন চলাফেরায় নিদারুর কষ্ট পাচ্ছে। যেটিই ভাষায় প্রকাশ করা যায়না।

2 responses to “শিল্প এলাকা বটতলী-ইসলামপুর বাজার সড়কের বেহাল দশা : সংস্কার দাবী”

  1. … [Trackback]

    […] Read More on to that Topic: doinikdak.com/news/27101 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/27101 […]

Leave a Reply

Your email address will not be published.

x