ঢাকা, বুধবার ০৮ মে ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
ঈদগড়ে পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতায় অর্ধলক্ষ জনগোষ্টি
হেনা সাগর,,ঈদগাঁও

পাহাড়ি জনপদ ঈদগড়ে দীর্ঘ আড়াই মাস যাবত পুলিশ না থাকায় চলাচলে চরম আতঙ্কে দিনপার করছে। নিরাপত্তাহীনতায় ভোগছে  ঈদগড়-বাইশারীর প্রায় অর্ধ লক্ষাধিক লোকজন।

তথ্য মতে, ৬ এপ্রিল রাতে ঈদগড়ে অবস্থিত পুলিশ ক্যাম্পের সকল সদস্যদেরকে ক্লোজ করা হয়। সেই থেকে পুলিশ ক্যাম্প ও পানের ছড়া ঢালায় অবস্থিত পুলিশ বক্সটিও অরক্ষিত রয়েছে। বর্তমানে ঈদগড়ে পুলিশ না থাকায় এলাকার সর্বত্রে আতঙ্ক বিরাজ করজে। শঙ্কিত হয়ে পড়ে জনগণ। যেকোন মুর্হুতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সচেতন লোকজন স্থায়ীভাবে পুলিশ মোতায়েন করার জন্য পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন। জনদুর্ভোগ লাঘবে সহজেই ঈদগড়ে পুনরায় পুলিশ মোতায়েন করা হউক।

ব্যবসায়ী কাসেম জানান, ঈদগড়ে পুলিশ না থাকায় চরম নিরাপত্তা হীনতায় ভোগছেন বিশাল জনগোষ্টি। দ্রুত পুলিশ মোতায়েন করে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হোক ঈদগড়সহ পাশ্ববর্তী লোকজন কে। সচেতন ব্যাক্তি জাফর আলম জুয়েল জানান,দীর্ঘ আড়াই মাস ধরে পুলিশ থাকায় চরম আতংকে ঈদগড়বাসী।

স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুরুল হুদা জানিয়েছেন, পুলিশ না থাকার আতংকে থাকেন ব্যবসায়ীসহ লোকজন।

2 responses to “ঈদগড়ে পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতায় অর্ধলক্ষ জনগোষ্টি”

  1. find more says:

    … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/26758 […]

  2. Trustbet says:

    … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/26758 […]

Leave a Reply

Your email address will not be published.

x