ঢাকা, রবিবার ১৫ জুন ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
বড়াইগ্রামে পাটক্ষেত থেকে চা দোকানীর লাশ উদ্ধার
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
আদালতের নির্দেশে ৪ মাস পর পাইকগাছায় কবর থেকে এক গৃহবধুর লাশ উত্তোলন

নাটোরের বড়াইগ্রামে একটি পাটক্ষেত থেকে আব্দুস সামাদ খান (৭০) নামে এক চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দক্ষিণের মসজিদের পেছনের পাট পাটক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত ওসমান গনির ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকেই চা দোকানী ওই বৃদ্ধকে  পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয় এক কৃষক পাটক্ষেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

x