ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
ময়মনসিংহে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহ

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ চরকালীবাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে

ময়মনসিংহ জেলা ছাত্রদল একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বাধাঁ দিলে সংঘর্ষের সুত্রপাত হয়। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

এঘটনায় পুলিশ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষে আহত কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) ফারুক হোসেন ও পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, পরিদর্শক চাঁদ মিয়া সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ জেলা দক্ষিন ছাত্রদলের সভাপতি – মাহবুবুর রহমান রানা দাবি করেন তাদের বেশ কিছু নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পুলিশ বিএনপির কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য নির্দেশ দিলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। পরে তাদের প্রতিহত করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। এঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.