ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে কঠোর বিধিনিষেধ বা লকডাউন মেয়াদ বাড়ল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ২৩ জুন পর্যন্ত ফের বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। বুধবার (১৬ জুন) চতুর্থ দফায় বিধিনিষেধ ঘোষণা করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

এসময় সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সহকারী কমিশনার রুহুল আমিন ও চন্দন কর প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, এসময় সব ধরনের দোকানপাট ও শপিংমল বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে সকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য কেউ থাকতে পারবেন না। সব ধরনের সাপ্তাহিক হাট-বাজার এক সপ্তাহ বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

x