ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন এক সপ্তাহ বাড়ল
অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়া ও করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় জারি করা বিশেষ লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে আজ সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন।

রবিবার চাঁপাইনবাবগঞ্জে আরো ৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১০৭ জন। জেলায় যে কয়েকজনের মধ্যে করোনার ভারতীয় ধরন শনাক্ত করা হয়েছে, তাদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ মে থেকে এক সপ্তাহের জন্য ‘বিশেষ লকডাউন শুরু হয়েছিল। আজ এই লকডাউনের শেষ হওয়ার কথা ছিল।

x