ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৮ জন, মৃত্যু ২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন এবং করোনামুক্ত হয়েছেন ৮৫ জন। গতকাল মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগে নতুন শনাক্ত ১১৮ জনের মধ্যে সিলেট জেলার ৫৯ জন, সিলেট ওসমানী হাসপাতালের ২৪ জন, সুনামগঞ্জ জেলায় ১০ জন, হবিগঞ্জ জেলায় ৯ জন ও মৌলভীবাজার জেলায় ১৬ জন ।

গত ১৪ ঘন্টায় সিলেট জেলার আরও ২জন করোনায় মারা গেছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৩৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৫৫ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৩১ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ৯ জন ও সুনামগঞ্জ জলোর ১জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪৯ জন। এর মধ্যে সিলেট জেলার ২২৫ জন, সুনামগঞ্জ জেলার ১ জন, হবিগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজার জেলায় ২১ জন।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনামুক্ত ৮৫ জনের মধ্যে ৭০ জন সিলেট জেলার ও ১৫ জন সুনামগঞ্জ জেলার। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ২৩ হাজার ৮০৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৭০৫ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮৭৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৬২ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৬৬৪ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনা মুক্ত হয়েছেন ২২ হাজার ২৬৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ২৭ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৭৮৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৮৯ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৬৮ জন।

One response to “সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৮ জন, মৃত্যু ২”

  1. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/25940 […]

Leave a Reply

Your email address will not be published.

x