ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
ইরান জরুরি অনুমোদন দিল দেশে তৈরি করোনা টিকার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ইরান জরুরি ব্যবহারের জন্য নিজেদের তৈরি টিকার অনুমোদন দিয়েছে। ইরানের এই টিকার নাম দেওয়া হয়েছে কোভ-ইরান বারেকাত। গতকাল সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেদের তৈরি টিকার জরুরি ব্যবহারের ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেন, সামনের শরৎকালের মধ্যেই ইরানের সব নাগরিককে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, এই টিকা তৈরি করতে সবচেয়ে কম খরচ হচ্ছে এবং এর পার্শপ্রতিক্রিয়াও খুবই কম। অন্যদিকে এটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করবে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশ থেকে টিকা না পাওয়ার কারণে দীর্ঘদিন ধরেই সংকটে ছিল ইরান। তাই তারা নিজ দেশের জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নিজেরাই টিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। নিষ্ক্রিয় ভাইরাসের ওপর ভিত্তি করে ইরানের ফার্মাসিউটিক্যাল কম্পানি সিফাফার্ম এই টিকা তৈরি করেছে। গত ডিসেম্বরেই এই টিকার নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে গবেষণা হয়।

এদিকে ইরান এবং কিউবা যৌথভাবে আরো একটি টিকা নিয়ে কাজ করছে। আগামী সপ্তাহেই নতুন এই টিকা ইরানে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

One response to “ইরান জরুরি অনুমোদন দিল দেশে তৈরি করোনা টিকার”

  1. … [Trackback]

    […] Read More on to that Topic: doinikdak.com/news/25881 […]

Leave a Reply

Your email address will not be published.

x