ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
একটি রাস্তা বদলে দিতে পারে দুই উপজেলার মানুষের জীবনযাত্রা
আলিফ হোসেন (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

একটি রাস্তা বদলে দিতে পারে দুই উপজেলার মানুষের জীবনযাত্রা অথচ এমন একটি জনগুরুত্বপূর্ন রাস্তা নির্মান হচ্ছে না বছরের পর বছর। আর কত দিন অপেক্ষা করতে হবে রাস্তার জন্য তা জানা নাই কারো। মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের মধুটুপি গ্রাম হয়ে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামের মানুষ চলা-চলের রাস্তা না থাকায় জনদুর্ভোগ পড়েছে এলাকার সাধারণ মানুষ। রাাস্তাটি হয়ে গেলে নিমতলী টু মধুটুপি এ রাস্তা না থাকায় পণ্য সরবারহে ভাড়া লাগে দ্বিগুণ যা সাধারণ ক্রেতাদের ওপর বর্তায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা না থাকায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে সাধারণ মানুষ। এতে করে গন্তব্যে পৌছাতে সময় লাগে বেশি। রাস্তা না থাকায় অনেক সময় রোগীদের হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় বলে জানা যায়।

কেয়াইন ইউনিয়ন ইউপি সদস্য অমল কুমার বলেন, বৃষ্টির দিনে চলাই দুস্কর হয়ে পড়ে। তাই আমাদের দাবি রাস্তাটি দ্রুত করা হোক সরকারের কাছে এটাই আমাদের একমাত্র দাবি।

2 responses to “একটি রাস্তা বদলে দিতে পারে দুই উপজেলার মানুষের জীবনযাত্রা”

  1. … [Trackback]

    […] Find More on to that Topic: doinikdak.com/news/25851 […]

  2. website says:

    … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/25851 […]

Leave a Reply

Your email address will not be published.

x