শ্রীনগরে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা অর্জন করেছে সদর ইউপি চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান।
মঙ্গলবার(১৫ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর- সভাপতিত্বে জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের ২০১৯-২০ অর্থ বছরের দক্ষতা মূল্যায়নে উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ সর্বোচ্চ নাম্বার প্রাপ্তিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি মুন্সীগঞ্জ জেলার তৃতীয় এবং শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে শ্রীনগর পরিষদ প্রথম স্থান অর্জন করেছে।
প্রসঙ্গত, গ্রাম আদালত পরিচালনা, অনলাইন জন্মনিবন্ধন ও বাল্যবিবাহ রোধ, সামাজিক নানা কাজে সফলতার বিশেষ অবদানের জন্য এ স্বীকৃতি স্বরূপ তাকে সম্মানিত করা হয়। শ্রেষ্ঠ চেয়ারম্যান ভূষিত হওয়ায় চেয়ারম্যান হাজী মোঃ মোখলেছুর রহমান বলেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগনের সেবক হয়ে বেঁচে থাকতে চাই। এই আনন্দ আমার নয় ইউনিয়নবাসী সকলের।