ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
কাবার ইমামকে রক্ষা করায় বিশেষ সম্মাননা পেলেন নিরাপত্তাকর্মী
অনলাইন ডেস্ক

সৌদির মসজিদুল হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস কাবার নিরাপত্তাকর্মীকে বিশেষ সম্মাননা দিয়েছেন। জুমার খুতবা চলাকালে শায়খ বান্দার বিন বালিলাহ-এর ওপর হামলা প্রতিহত করায় সার্জেন্ট মুহাম্মদ বিন আলি জাহরানিকে এ সম্মাননা দেওয়া হয়।

মসজিদুল হারামের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিতে দুঃসাহসী ভূমিকা পালন করায় নিরাপত্তাকর্মী মুহাম্মদ বিন আলি জাহরানি ব্যাপকভাবে প্রশংসিত হন। পবিত্র মসজিদুল হারামের মুসল্লি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করায় কাবার প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস নিরাপত্তাকর্মীদের ভূয়সী প্রশংসা করেন।

এদিকে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সাউদ বিন নায়েফ নিজ অফিস কক্ষে নিরাপত্তাকর্মী আল জাহরানির তৎপর ভূমিকায় তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া কাবা প্রাঙ্গণে মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদেরও প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, গত ২১ মে জুমার নামাজের সময় পবিত্র মসজিদুল হারামে ইহরাম পরিহিত এক লোক লাঠি হাতে মিম্মারের কাছে গিয়ে ‌ইমামের ওপর ‘হামলাচেষ্টা’ করে। তখন কাবার ইমাম শায়খ বান্দার বিন বালিলাহ জুমার খুতবাহ দিচ্ছেলেন। কিন্তু তাৎক্ষণিকভাবে পাশে দায়িত্বরত নিরাপত্তাকর্মী ওই ব্যক্তিকে কুস্তি দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর অন্যদের সহায়তা মসজিদের দূরে সরিয়ে নেন।

নিউজের খবরে জানা যায়, ৪০ বছর বয়সী ওই হামলাকারী সৌদির নাগরিক। তাছাড়া ওই ব্যক্তি নিজেকে ‘প্রতীক্ষিত মাহদি’ বলে দাবী করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তাকর্মী সার্জেন্ট মুহাম্মদ আল-জাহরানিকে জাতীয় বীর আখ্যায়িত করে তাঁর তাৎক্ষণিত দুঃসাহসী পদক্ষেপের ব্যাপক প্রশংসা করা হয়।

One response to “কাবার ইমামকে রক্ষা করায় বিশেষ সম্মাননা পেলেন নিরাপত্তাকর্মী”

  1. … [Trackback]

    […] There you can find 59891 more Information on that Topic: doinikdak.com/news/25396 […]

Leave a Reply

Your email address will not be published.

x