ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
শ্রীনগরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
 শ্রীনগর( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট  ও ২৫ গ্রাম গাঁজাসহ মোঃ আলমগীর হোসেন(৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গত রোববার( ১৩ জুন) রাত পৌনে ১০ টার দিকেে উপজেলার মধ্য কামারগাঁও এলাকায়  থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন উপজেলার মধ্য কামারগাঁও গ্রামের মৃত শেখ জাফর আলীর ছেলে।

র‌্যাব এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান,

র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে

ঘটনাস্থলে পৌছে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ও গাঁজা ক্রয় বিক্রয় করার সময় তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ শ্রীনগর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

x