ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শ্রীনগরে রাস্তা দখল করে উত্তোলন করা ঘর উচ্ছেদ করল প্রশাসন
ম্রীনগর( মুন্সীগঞ্জ)  প্রতিনিধি

শ্রীনগরে সরকারী অনুদানের রাস্তা দখল করে উত্তোলন করা ঘর স্থানীয় প্রশাসন উচ্ছেদ করেছে।

রবিবার( ১৩ জুন) দুপুরের দিকে উপজেলার কোলা ইউনিয়নের কোলাপাড়া গ্রামের রাস্তায় উত্তোলন করা ঘর উচ্ছেদ করা হয়।

সরে জমিনে গিয়ে দেখা গেছে, কোলাপাড়া মাদ্রাসা হতে দক্ষিন কোলাপাড়া মাসাদুলের বাড়ী পর্যন্ত ২ কিঃ মিঃ রাস্তা গত এক যুগেরও বেশী সময় পূর্বে একাধিক গ্রামের লোকজনের য়াতায়াতের জন্য নির্মান করা হয়।

পরে সরকারী জেলা পরিষদ, এলজিএসপি অনুদানে রাস্তাটি সংস্কার করা হয়।  কোলাপাড়া গ্রামের মনির হোসেন পুতুলগং উক্ত রাস্তায় নিজের সম্পত্তি দাবী করে ঘর উত্তোলন করে। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উত্তোলন ঘর ভেঙ্গে দেয়া হয়।

 

x