এবছরের অস্কারে ডকুমেন্টারি শর্ট ক্যাটাগরিতে ম্যান্ডারিন ভাষার ‘ডু নট স্প্লিট’ শর্ট ফিল্মটি মনোনয়ন পেয়েছে। ‘ডু নট স্প্লিট’-এ হংকং-এর ২০১৯ সালের গণতন্ত্র-পন্থী আন্দোলন দেখানো হয়েছে।
এবছর অস্কারে মনোনয়ন পেয়েছেন চীনা নির্মাতা ক্লোয়ি ঝাও। নোম্যাডল্যান্ড’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন ৩৮ বছর বয়সী নির্মাতা। গোল্ডেন গ্লোবে সেরা পরিচালকের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি। অস্কারেও সেরা পরিচালকের পুরস্কারটা তার হাতে ওঠার সম্ভাবনা আছে বলে মনে করছেন অনেকেই। তবে বিশ্ব মাতানো ‘নোম্যাডল্যান্ড’ ছবিটিও চীনে মুক্তির অনুমতি পায়নি। নির্মাতার পুরনো কিছু সাক্ষাৎকার নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হওয়ায় ছবি মুক্তির অনুমতি পাচ্ছেন না তিনি।
টিভিবি জানিয়েছে অস্কারের অনুষ্ঠান ২৫ এপ্রিল সম্প্রচার করা হবে না। পরবর্তীতে অনুষ্ঠানটি কাটছাঁট করে সম্প্রচার করা হবে। অস্কার সরাসরি সম্প্রচার না করার সিদ্ধান্তে প্রশ্ন উঠছে হলিউড-চীন সম্পর্ক নিয়ে।