ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে অবাক ইমরান খান
Reporter Name

যুক্তরাষ্ট্রে আগামী ২২-২৩ এপ্রিল অনুষ্ঠেয় বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে অবাক হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার একাধিক টুইটবার্তায় তিনি তার বিস্ময় প্রকাশ করেন। খবর আনাদোলু ও ডনের।

ওই টুইটবার্তায় তিনি লেখেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ না জানানোয় আমি হতবাক! আমার সরকারের পরিবেশসংক্রান্ত নীতিগুলো জলবায়ু পরিবর্তন রোধে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিষ্কার ও সবুজ পাকিস্তান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গ্রিন পার্ক, ১০ বিলিয়ন গাছের সুনামি প্রকল্প, নদী পরিচ্ছন্ন কর্মসূচিগুলো থেকে তারা ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাকিস্তান অন্য দেশকে সহায়তা করতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রে ২২-২৩ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে বৈশ্বিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ৪০ দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশ আর চীনকেও। আর এই সম্মেলনে আমন্ত্রণ না পেয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান খান।

Leave a Reply

Your email address will not be published.

x