ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
সন্দেহের বশে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অন্যের সঙ্গে সম্পর্ক আছে বলে স্ত্রীকে সন্দেহ করতেনরিকশাচালক আবুল কাশেম (২৮)। সেই সন্দেহ থেকে জোবেদার (২৫) সঙ্গে ঝগড়াঝাঁটির সূত্রপাত হয় কাশেমের। এরই জেরে ঘুমন্ত অবস্থায় জোবেদাক কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন কাশেম।

গতকাল বৃহস্পতিবার গভীর  রাতে ভাটারার সোলমাইদের নামাপাড়ায় ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। শুক্রবার (১১ জুন) বিকালের দিকে পুলিশ খবর পেয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদে আবুল কাশেম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

কাশেমের দেয়া তথ্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, দাম্পত্য কলহের কারণে তাদের সাথে প্রায়শই ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। স্ত্রী জোবেদা ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক দুইটার পরে কুড়াল দিয়ে কুপিয়ে অন্য আরেকজনের বাসায় আশ্রয় নেয়।

এই দম্পতির দুটি শিশু সন্তানও রয়েছে বলে জানিয়েছেন সুদীপ কুমার। তিনি জানান, শিশু দুটির একজনের বয়স দেড় বছর এবং অন্যটির তিন বছর। বর্তমানে তারা তাদের চাচার বাসায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x