ঢাকা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
মা”কে বাড়ি থেকে চলে যাও বলার পরেই মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

পঞ্চগড় বোদায় আম বাগানের ১টি গাছ হতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ(১১ জুন) শুক্রবার  সকালে বোদা উপজেলা চন্দনবাড়ী ইউনিয়নের সিকাইকামাত এলাকায় ঘটনাটি ঘটে। মৃত গৃহবধু ওই এলাকার আওরঙ্গজেবের স্ত্রী শহিদা বেগম (৫০)।

পারিবার ও স্থানীয় সুত্রে মতে যে, প্রতি বছর শহিদা বেগমের শশুর-শাশুড়ীর জন্য মৃত্যুবার্ষিকী পালন করা হয়। করোনার জন্য তিন বছর পর গতকাল রাতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত মৃত্যুবার্ষিকী পালনে মিলাদ মাহফিলে মাংস লুকিয়ে রাখার কারনে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়াঝাটি হয়। সেই কারনে এবারের মিলাদ মাহফিলের অনুষ্ঠানে রান্নাবান্না করবে না এমন কি খাবে না বলেন স্ত্রী শহিদা বেগম। এমন কথার প্রেক্ষিতে ছেলে মাকে বলে, না খেলে বাড়ি থেকে চলে যাও।

সেই রাগে শহিদা বেগম ১০ জুন রাত আনুমানিক ৯ টার সময়  বাড়ি হতে বের হয়ে যান। তখন তার পিছনে কেউ না গেলেও, কিছুক্ষন  পরেই সবাই তার খোঁজ খবর শুরু করে। সারা এলাকায় খুজে না পেয়ে বাড়ির ৫০০ গজ পূর্বে আম বাগানে ১১  জুন সকালে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বোদা উপজেলার থানা অফিসার ইনচার্জ জানান,

ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। হত্য নাকি আত্মহত্যা সেটি খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটির সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

x