ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শ্রীনগরে স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে চুরি
আলিফ হোসেন( মুন্সীগঞ্জ)

শ্রীনগরে স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার( ১০ জুন) রাত ২ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের আটপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

আটপাড়া স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের কর্মরত শাহনুর বেগম জানান, পরিবার কল্যান কেন্দ্রটি প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে তালাবদ্ধ করে  নিজ বাড়ী চলে যায়। পরেরদিন সকালে স্বাস্থ্য কেন্দ্রে এসে বাথরুমে পানি না থাকায় মটর ছাড়েন। কিন্তু মটরে পানি না উঠায় মটর রাখার স্টোর রুমে গিয়ে দেখে মটর নাই। কে বা কাহারা ষ্টোর রুমের জানালার গ্রিল ভেঙ্গে ৫ হাজার টাকা মুল্যের একটি মটর,  দেড় হাজার টাকার মুল্যের একটি গ্যাসের চুলা চুরি করে নিয়ে যায়।

এব্যাপারে আটপাড়া স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের কর্মরত এফ পি আই রমজানের কাছে জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিয়ে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে আটপাড়া স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের এফ ডব্লিউ ভি শাহনুর বেগমের কাছে জানতে চাইলে তিনি  চুরির সত্যতা নিশ্চিত করে বলেন,আমি বীরতারা কেন্দ্রের দায়িত্বে আছি। সপ্তাহে বৃহস্পতিবার এ কেন্দ্রে ভিজিটে আসি।

x