ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শ্রীনগরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
এম,এ কাইয়ুম মাইজভান্ডারি

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে ফিরোজ বেপারী (৪০) নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গত বৃহস্পতিবার(১০ জুন) বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের তিন দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। মাদক কারবারি ফিরোজ বেপারী উপজেলার মধ্য কামারগাঁও হ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১, সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তিন দোকানের সামনে থেকে ফিরোজ বেপারীকে হেরোইনসহ গ্রেফতার করা হয়।

ফিরোজের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

x