মুন্সীগঞ্জের লৌহজংয়ে র্যাবের অভিযানে ১৪৫ পিছ ইয়াবাসহ মোঃ বাবুল হোসেন ওরফে ডাকু (৩২) নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার(১০ জুন) রাত সোয়া ৭ টার দিকে উপজেলার মাওয়া পুরাতন ফেরী ঘাট এলাকায় তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি মোঃ বাবুল হোসেন ওরফে ডাকু উপজেলার হলুদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বেদেপল্লী মৃত পাকিস্তানের ছেলে।
র্যাব প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উল্লেখিত ঘটনাস্থলে পৌছে মাদক ক্রয় বিক্রয় কালে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।