ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
ফ্রান্সের প্রেসিডেন্টকে থাপ্পড় মারা যুবকের ৪ মাসের কারাদণ্ড
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে থাপ্পড় মারা যুবককে বৃহস্পতিবার (১০ জুন) চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

অভিযুক্ত দামিয়েন তেরেলের বিরুদ্ধে ১৮ মাসের সাজা ঘোষণা করেন আদালত। পরে ১৪ মাসের সাজা স্থগিত করা হয়েছে। ফলে তাকে চার মাস কারাগারে থাকতে হবে।

গত মঙ্গলবার (৮ জুন) ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভ্যালেন্স শহরের বাইরে তেইন-এল’হারমিটাজে ভ্রমণে যাওয়ার পর ম্যাঁক্রো একটি বেড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন ২৮ বছর বয়সী তেরেলের হাত স্পর্শ করেন ফরাসি প্রেসিডেন্ট। ওই ব্যক্তিই তার মুখে থাপ্পড় বসিয়ে দেন।

ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফ্রান্সজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর থেকে পুলিশি হেফাজতে রয়েছেন তেরেল।

আদালতে এক প্রসিকিউটার প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তিনি এটাকে  উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা  বলেছেন। খবর আল-জাজিরার।

x