ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দলীয় কর্মীর চুল কেটে আলোচনায়
Reporter Name

একেই বলে প্রকৃত অর্থে জনদরদী, শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক সাধারণ লোকের বাড়ি গেলেন মেঠো পথে, জমির আল ধরে। তাও আবার আগরতলা থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরে গোমতী জেলার রইস্যাবাড়ির প্রতন্ত গ্রামে।

যার বাড়ি গেলেন তার নাম মনোরঞ্জন ত্রিপুরা। তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন ২০০৯ সালে এবং ২০১৮ সালের ভোটের আগে প্রতিজ্ঞা করেন, সি পি আই(এম)-র শাসনের অবসান ঘটিয়ে বি জে পি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হলে এবং নতুন মুখ্যমন্ত্রী যেদিন রইস্যাবাড়িতে পা রাখবেন সেদিন তিনি তার মাথার চুল কাটবেন।

অবশেষে ২০২১ সালের ৩ এপ্রিল মনোরঞ্জন ত্রিপুরার মনের ইচ্ছা পূরণ করলেন রাজ্যের সর্বকালের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি মনোরঞ্জন ত্রিপুরার বাড়ি যান নিজের হাতে তার চুল কেটে দেন ও মধ্যাহ্ন ভোজন করেন।

এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী তার এই খুশির অনুভতির কথা ব্যক্ত করেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

Leave a Reply

Your email address will not be published.