ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
ময়মনসিংহে কোচিং খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
এস.এম জামাল উদ্দিন শামীম,

করোনা কালীন সময়ে  সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ময়মনসিংহে কোচিং সেন্টার খোলা রাখার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৮ জুন) বিকেলে শহরের নতুন বাজার সাহেব আলী রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ অভিযান পরিচালনা করেন।

এ সময় হোসাইন স্যারের বিজ্ঞান ও প্রাইভেট কোচিং সেন্টারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে চলমান বিধিনিষেধে সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

এই নির্দেশনা অমান্য করে ওই কোচিং সেন্টারটি খোলা রেখে শিশুদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তাই ভ্রাম্যমাণ আদালত কোচিং সেন্টারটিকে ১০ হাজার টাকা জরিমানা করে।

 

One response to “ময়মনসিংহে কোচিং খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা”

  1. … [Trackback]

    […] There you will find 57974 more Information on that Topic: doinikdak.com/news/23607 […]

Leave a Reply

Your email address will not be published.

x