ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
বুধবার থেকে নাটোরে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা
অনলাইন ডেস্ক

বুধবার থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর সদর ও সিংড়া পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (০৭ জুন) রাত ১১টায় করোনা সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সোমবার দিবাগত রাত সোয়া ১টার নাটোরের জেলা প্রশাসক মোহামদ শাহরিয়াজ লকডাউনের ঘোষণা দেন।

তিনি জানান, লকডাউন চলাকালে জরুরি পণ্য সরবরাহ চালু থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে নাম, এছাড়া বাইরে গেলে মাস্ক পরিধান বাধ্যতামূলক। আজ (০৮ জুন) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে যেখানে শনাক্তের হার ৬৭ দশমিক ৩০ শতাংশ। তার আগের দিন এই হার ছিল ৫১ শতাংশ।

নাটোর জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫০১ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের। সোমবার বিকেলে পর্যন্ত আক্রান্ত লোকজনের মধ্যে সদর হাসপাতালে ৩১ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৩৯ জন এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩৪৫ জন।

3 responses to “বুধবার থেকে নাটোরে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা”

  1. … [Trackback]

    […] Read More here to that Topic: doinikdak.com/news/23342 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/23342 […]

  3. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/23342 […]

Leave a Reply

Your email address will not be published.

x