ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
শ্রীনগরে থানার সীমানা দেয়ালের পাশেই পিতার হাতে পুত্র খুন
শ্রীনগর( মুন্সীগঞ্জ) 

শ্রীনগরে থানা বাউন্ডারীর পাশেই পিতার হাতে পুত্র খুন হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রীনগর থানা বাউন্ডারীর পশ্চিম পাশে গাজালহাটি এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত লিমন বেপারী(৩০) উপজেলার গাজালহাটি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। ঘাতক পিতা গিয়াস উদ্দিনকে  শ্রীনগর থানা পুলিশ গ্রেফতার করেছে।

নিহতের চাচা বোরহান উদ্দিন জানান, শ্রীনগর থানা বাউন্ডারীর পশ্চিম পাশে নিহত লিমনের পিতা গিয়াস উদ্দিন চায়ের দোকানে দোকানদারী করতেছিল। এসময় ভারসাম্যহীন ছেলে লিমন বেপারী দোকানে আসার পর পিতার কাছে  টাকা চাইলে পিতা পুত্র তর্কবির্তকের জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছেলে লিমন বেপারী দোকানে থাকা লোহার পাইপ দিয়ে পিতা গিয়াস উদ্দিনকে আঘাত করে। পরে পিতার হাতে থাকা ধারালো চাকু দিয়ে লিমনের বুকে ঘাই মারলে ছেলে গুরুত্ব জখম প্রাপ্ত হয়। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে লিমনকে গুরুত্ব জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পথে মৃত্যূ বরণ করে।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম জানান, নিহত লিমন ১০/১২ বছর যাতৎ মানসিক ভারসাম্যহীন। সে বাবার অনেক টাকা পয়সা নষ্ট করেছে। বাবা কে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুুতি চলছে।

x