নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা ) উদ্ভাবিত বিভিন্ন ফসলের উচ্চফলনশীল জাত সমূহের চাষাবাদে উদ্বুদ্ধকরণে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় উপলক্ষে “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে ।
শনিরাব নোয়াখালী সুবর্ণচরে অবস্থিত বিনা উপকেন্দ্রের হল রুমে আয়োজিত এ সমাবেশে বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বিনা’র নোয়াখালী উপকেন্দ্রের ফার্ম ম্যানেজার ফররুখ আহম্মেদসহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিনা’র মহাপরিচালক বলেন, এলাকার উপযোগিতা অনুযায়ী শস্য বিন্ন্যাস ভিত্তিক চাষাবাদে বিনা উদ্ভাবিত জাতসমূহ অন্তর্ভুক্ত করতে হবে। নোয়াখালি অঞ্চলে বোরো মৌসুমে বিনা উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু বিনাধান-১০, রবি মৌসুমে সয়াবিন, সরিষা; আউশ মৌসুমে বিনাধান-১৯ এবং আমন মৌসুমে বিনাধান-১৭, বিনাধান-২২, বিনাধান-২৩ জাতগুলির শস্য বিন্ন্যাসে অন্তর্ভুক্ত করলে এলাকার শস্য নিবিড়তা বাড়বে অন্যদিকে কৃষকরা উচ্চফলনশীল এসকল জাত চাষাবাদে লাভবান হবে।