ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞান করে এক পরিবারের সর্বস্ব লুট হয়েছে। গফরগাঁও পৌর শহরের হাসপাতাল রোড ৫ ওয়ার্ডের বাইলেন এলাকায় একটি পরিবারের সদস্যদের শনিবার দিবাগত রাতের যে কোন সময় চেতনা নাশক ঔষধ স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুটে করে নিয়েছে দুর্বৃত্তরা।
আজ রবিবার দুপুরে পরিবারের গৃহকর্তা হাসপাতাল রোডের ব্যবসায়ী রতন মিয়া (৪৮), রতন মিয়ার স্ত্রী রিমা আক্তার (৪০) ও ছেলে রামীমকে গুরুতর অস্যুস্থ অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্য ও পুলিশ জানায়, শনিবার রাতের কোন এক সময় রান্নাঘরের জানাল দিয়ে খাবারের মধ্যে কৌশলে চেতনানাশক ওষুদ স্প্রে করে দুবূর্ত্তরা। রাতের খাবার খাওয়ার এই পরিবারের সবাই অজ্ঞান হয়ে পড়ে।
আজ রবিবার দুপুরে এ পরিবারের সদস্যদের সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্বূত্তরা রতন মিয়ার বাসা থেকে নগদ অর্থসহ চার লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে জানা যায় ।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply