ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
কৃষ্ণ সাগরে গ্যাসের খনি পাওয়ার ঘোষণা এরদোগানের
অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান কৃষ্ণ সাগরে ১৩৫ বিলিয়ন কিউবিক মিটার আয়তনের একটি প্রাকৃতিক গ্যাসের খনি পাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার কৃষ্ণ সাগরের তীরে জঙ্গুলদাক প্রদেশে ফিলিউস ব্ন্দর ও কৃষ্ণ সাগরের গ্যাস উত্তোলন কার্যক্রমের অবকাঠামো উদ্বোধনের এক জমকালো অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

এরদোগান বলেন, ‘আমাদের খননকারী জাহাজ ফাতিহ সাকারিয়া গ্যাস ক্ষেত্রের আমাসরা-১ কূপে ১৩৫ বিলিয়ন কিউবিক মিটার আয়তনের প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছে।’

এর মাধ্যমে তুরস্ক কৃষ্ণ সাগরে ৫২০ বিলিয়িন কিউবিক মিটার গ্যাসের মজুত আবিষ্কার করল।

এরদোগান জানান, আমাসরা-১ অঞ্চলে আরো খনন কাজ করা হচ্ছে। কৃষ্ণ সাগরের এই অঞ্চল থেকে আরো গ্যাসক্ষেত্র আবিষ্কার করা যেতে পারে বলে আশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.