তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান কৃষ্ণ সাগরে ১৩৫ বিলিয়ন কিউবিক মিটার আয়তনের একটি প্রাকৃতিক গ্যাসের খনি পাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার কৃষ্ণ সাগরের তীরে জঙ্গুলদাক প্রদেশে ফিলিউস ব্ন্দর ও কৃষ্ণ সাগরের গ্যাস উত্তোলন কার্যক্রমের অবকাঠামো উদ্বোধনের এক জমকালো অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
এরদোগান বলেন, ‘আমাদের খননকারী জাহাজ ফাতিহ সাকারিয়া গ্যাস ক্ষেত্রের আমাসরা-১ কূপে ১৩৫ বিলিয়ন কিউবিক মিটার আয়তনের প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছে।’
এর মাধ্যমে তুরস্ক কৃষ্ণ সাগরে ৫২০ বিলিয়িন কিউবিক মিটার গ্যাসের মজুত আবিষ্কার করল।
এরদোগান জানান, আমাসরা-১ অঞ্চলে আরো খনন কাজ করা হচ্ছে। কৃষ্ণ সাগরের এই অঞ্চল থেকে আরো গ্যাসক্ষেত্র আবিষ্কার করা যেতে পারে বলে আশা করেন তিনি।
Leave a Reply