ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
চাটখিলে প্রাণিসম্পদ ও ডেইরি প্রদর্শনী’২১ উদযাপন
মোঃ বেল্লাল হোসেন নাঈম

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘প্রাণিসম্পদ ও ডেইরী প্রকল্প’ (এলডিডিপি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২১ উদযাপিত হয়েছে।

শনিবার ৫জুন সকালে চাটখিল উপজেলা পরিষদ চত্বরে প্রাণী সম্পদ প্রদর্শনী-২১ এর ফিতা কেটে উদ্বোধনী করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

সমাপনী অনুষ্ঠান বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ মোসা’র সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান সঞ্চালনায় সনদপত্র ও পুরস্কার বিতরনী  সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এক্টিভ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম), চাটখিল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার।

আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মিজানুর রহমান বাবর, কমিশনার নওশাদ, মহিলা কমিশনার মিনু বেগম, সহিদ উল্যাহ চেয়ারম্যান, সাংবাদিক দিদারুল আলম, সাংবাদিক আবু তৈয়ব, সাংবাদিক মামুনুর রশিদ, সাংবাদিক আনিছ আহমেদ হানিফ, সাংবাদিক জহিরুল ইসলাম রানা, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, সাংবাদিক স্বপন পাটোয়ারী, মোঃ বেল্লাল হোসেন নাঈম, সাংবাদিক আলা উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াজ, সাংবাদিক সিরাজুর ইসলাম হাসান, সাংবাদিক মৃণাল কান্তি দাস, সাংবাদিক আনোয়ারুল আজিম, সাংবাদিক মোজাম্মেল হোসেন, যুবলীগ নেতা ইকবাল হোসেন শিপন, নাঈম সহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভা শেষে প্রদর্শনীতে অংশ গ্রহনকারী খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x