“পুষ্টি, মেধা,দারিদ্র্য বিমোচন -প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন ” মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এ, কে,এস, কে উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত। ৫ জুন শনিবার সকাল ১০টায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষোর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের -১ আসনের মাননীয় সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু , বাংলাদেশের প্রাণি সম্পদ পরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মোঃ রেজাউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস।এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃহাসিনা নার্গিস, কৃষি অফিসার শান্তণা রাণী, মহিলা বিষয়ক গুল রাওসান ফেরদৌস, প্রকল্প বাস্তব বায়ন অফিসার মোঃ আশেকুর রহমান, ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ, উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ সালিমা ফেরৌস, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির লস্কর । গবাদি পশুকে উন্নয়ন করা প্রাণিসম্পদ প্রদর্শনীর মৃল্য লক্ষ্য
Leave a Reply