ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন
হেলাল উদ্দিন ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ জুন শনিবার দুপুর ১২ টায় ফুলবাড়ীর ঐতিহ্যবাহী  জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে  প্রাণিসম্পদ অধিদপ্তরের এর আয়োজনে  ছয় ইউনিয়নের খামারী ভাইদের উন্নতজাতের গরু,মহিস,ছাগল,হাস, প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম। এসময় বক্তব্য রাখেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহসান, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, স্টার বাংলা প্রতিনিধি হেলাল উদ্দিন, সৃষ্টি টিভি প্রতিনিধি জাহাঙ্গীর, তৃতীয় মাএা প্রতিনিধি মাহফুজার রহমান।

অনুষ্ঠান শেষে খামারিদের হাতে পুরুষ্কার প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

x