রাজধানীর কাকরাইলে রূপায়ন করিম টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৫ জুন) বেলা ২টা ৫৫ মিনিটে বহুতল ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, কাকরাইলের রূপায়ন করিম টাওয়ারের নিচতলায় আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বিকাল ৩টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
Leave a Reply