ময়মনসিংহের গফরগাঁওয়ে জাম গাছ থেকে পড়ে জামাল মিয়া (৬০) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে । আজ শুক্রবার সকালে উপজেলা উস্থি ইউনিয়নের খিলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় জামাল মিয়া আজ শুক্রবার সকালে নিজের গাছ থেকে জাম পাড়তে গাছে ওঠে । এ সময় গাছের ডাল ভেঙ্গে সে গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
উল্লেখ্য গত ৩০ মে রবিবার উস্থি গ্রামে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে খোকামিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পাগলা থানার ওসি রাশেদ জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় থানায় একটি মৃত্যু মামলা দায়েরের হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
Leave a Reply