ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
বিধবা ফাতেমার উপজেলা নির্বাহী অফিসারের কাছে আকুল আবেদন
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করা হয়েছে রাজারহাট উপজেলাকে। তবে বিদ্যুৎ সংযোগ নেই রাজারহাট উপজেলার মেকুরটারী গ্রামের বিধবা ফাতেমা বেগমের ঘরে।কেরোসিন দিয়ে বাতি জালিয়ে থাকেন বিধবা ফাতেমা বেগম ও তার প্রতিবন্ধী মেয়ে। অন্ধকারে প্রতিবন্ধী মেয়ে পারে না ঠিকভাবে চলাফেরা করতে।ব্যাহত হচ্ছে তার প্রতিবন্ধী মেয়ের চার বছরের সন্তানের লেখাপড়াও।

বিদ্যুৎ সংযোগ দেওয়ার মত নেই কোন সামর্থ।তাই সরকারিভাবে একটি সোলারের জন্য অনেকের দ্বারে দ্বারে গেলেও অনেকেই আশ্বাস দিলেও সেই আশ্বাস এখপর্যন্ত  সফলতার মুখ দেখেনি।

অভাবের কারনে কেরোসিন কিনতে না পারা ফাতেমা বেগমের কাছে বিদ্যুৎ বা সোলার কেনা দুঃস্বাধ্য ছাড়া কিছু নয়।

একটা ছোট্ট সোলার বিদ্যুৎ কি ফাতেমা বেগমের ভাগ্যে জুটবে না।

ফাতেমা বেগম আকুতি জানিয়ে বলেন ইউএনও মহাদয় যেন আমাকে একটা সোলার বিদ্যুতের ব্যবস্থা করে দেন।

x