ঢাকা, শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
ক্ষমতা ছাড়ছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
অনলাইন ডেস্ক

টানা দুই দফায় ইরানের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা লাভের পর এবার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ড. হাসান রুহানি।

সংবিধান অনুযায়ী একটানা দুই মেয়াদের বেশি সময়ের জন্যে প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ না থাকায় এবার নির্বাচনে প্রার্থী হননি রুহানি।

তবে ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, এক দফায় নির্বাচনের বাইরে থেকে পরবর্তীতে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি।

সর্বোচ্চ ধর্মীয় নেতার পর ইরানের জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টই  সবচেয়ে ক্ষমতাবান নেতা। ২০১৩ সাল থেকে আট বছর এই দায়িত্বে রয়েছেন হাসান রুহানি।

১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন ৭ জন।

x