ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
জিয়াউর রহমানের ৪০তম মৃত্যূ বার্ষিকীতে শ্রীনগরে তবারক বিতরণ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যূ বার্ষিকীতে শ্রীনগরে দোয়া ও তবারক বিতরণ করেছে উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার (১ জুন)বাদ জোহর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-১( শ্রীনগর-সিরাজদিখান) আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মীর সরফত আলী সপু’র তার নিজ বাড়ি উপজেলার দামলা গ্রামে এ দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমেল লস্কর এর সভাপতিত্বে ও রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন তারা’র পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,

অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মোঃ জসিম মোল্লা, স্বেচ্ছাসেবক দল মুন্সিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি কে এম রাজিব, বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইস্রাফিল আলম, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিমন হোসেন,  মুন্সিগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সদস্য মতি শেখ, সেলিম ভূইয়া, শ্রীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আরমান হোসেন লিমন,  সদস্য সচিব জহিরুল ইসলাম বাদশা,  যুগ্ম আহবায়ক শিশির চৌধুরী আরিফ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান, স্বেচ্ছাসেবক দলের সামশুল আলম, আলম বেপারি, যুবদলের সোহেল মাদবর, শফিকুল ইসলাম ভূইয়াসহ প্রমুখ।

x