ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ৭ ব্যক্তিকে জরিমানা
মোঃ মনিরুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ৭ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। করোনায় সরকার থেকে আরোপিত স্বাস্থ্যবিধি নিষেধ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় রোববার বিকালে পৌর সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক।

এ সময় মাস্ক ব্যবহার না করায় ৭জনকে ৭শ টাকা জরিমানা করার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল কার্যক্রম সম্পাদন করার জন্য জনসাধারণকে পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক। এ সময় পেশকার প্রতুল জোয়াদ্দার উপস্থিত ছিলেন।

x