শুক্রবার সকালে নিজ বাড়ির পাশের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, পলিমা বেগমের ২ মেয়ে ঢাকায় গার্মেন্টসে কর্মরত এবং ছেলে নবম শ্রেণির ছাত্র। ছেলে মায়ের সাথেই থাকতো। পলিমার ছেলে বেশ কিছুদিন হলো বোনের বাসা ঢাকায় বেড়াতে এসেছে। ফলে পলিমা কিছুদিন যাবত একাই বাড়িতে বসবাস করে আসছেন। সেই সুযোগে কে বা কারা পূর্ব শত্রুতার জের ধরে হত্যার পর মরদেহটি বাড়ির পাশে ধানক্ষেতে ফেলে গেছে বলে ধারণা করছে স্থানীয়রা।
এবিষয়ে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার জানান, সকালে স্থানীয়রা মরদেহটি ধানক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। নিউজ সোর্সঃ মধুপুরে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার