রাজারহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল লীগ অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা আজ (৩১ মে) সোমবার বিকেল ৫ টার সময় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পী)।
উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলার সার্বিক তত্ত্বাবধান করেন আব্দুল সালাম সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা।।
ফাইনাল খেলায় ছিনাই ইউনিয়ন ও উমরমজিদ ইউনিয়ন মুখোমুখি হন। খেলা নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে ২-২ গোলে সমতা থাকায় ট্রাইববেকারে খেলা শেষ হয়।উমরমজিদ ইউনিয়ন ২-০গোলে ছিনাই ইউনিয়ন কে পরাজিত করে উপাজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা পরিচালনা করেন রেজাউল করিম রেজা।চ্যাম্পিয়ন ট্রপি বিজয়ী ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ আলী সর্দারের হাতে তুলে দেন সাবেক ছাত্রনেতা, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।
রানার্সআপ ট্রপি তুলে দেন পরাজিত ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান বুলুর হাতে ওসি রাজু সরকার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী।
রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু মন্ডল, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য ও রাজার হাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস সালাম, উমরমজিদ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, চাকিরপশা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম, ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
সাংবাদিক আব্দুল হাকিম সবুজ, ইব্রাহিম আলম সবুজ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অনেকেই।
Najlepsza aplikacja do kontroli rodzicielskiej, aby chronić swoje dzieci – potajemnie tajny monitor GPS, SMS-y, połączenia, WhatsApp, Facebook, lokalizacja. Możesz zdalnie monitorować aktywność telefonu komórkowego po pobraniu i zainstalowaniu apk na telefonie docelowym.
Jak para powinna sobie poradzić, gdy dowie się, że ich współmałżonek zdradza? Warto omówić kwestię tego, czy mąż powinien wybaczyć żonie zdradę.
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/20857 […]
cheap lasuna sale – order diarex generic buy himcolin without prescription
besivance cheap – besivance online buy sildamax cheap
buy generic gabapentin 800mg – sulfasalazine 500 mg oral azulfidine pills
buy probenecid pills – monograph 600 mg usa purchase tegretol
how to get celebrex without a prescription – oral indocin 75mg buy indocin paypal
order generic colospa – order arcoxia generic order cilostazol generic
buy voltaren 50mg pill – order aspirin 75mg online aspirin without prescription
rumalaya tablet – cheap generic shallaki endep over the counter
order mestinon 60 mg online cheap – buy sumatriptan buy imuran 50mg online cheap