ঢাকা, রবিবার ০৪ জুন ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু
তাপস কর, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে এই কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উস্থি ইউনিয়নের উস্থি গ্রামে। নিহত কৃষকের নাম মো. খোকা মিয়া (৫০)।

স্থানীয়রা জানান, খোকা মিয়া আজ রবিবার সকাল বেলায় তাদের জাম গাছে উঠেন। পরে জাম পাড়ার সময় গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে গুরুত্বর আহত হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সাজ্জাদ রহমান জানান, সংকটাপন্ন অবস্থায় খোকা মিয়াকে নিয়ে আসেন তার স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগেই তিনি মারা যান। সংবদটি পেয়ে এলাবাসীর মঝে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published.

x